ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৪১২

ভোটার উপস্থিতি কম, এর প্রমাণ দেশ উন্নতির দিকে যাচ্ছে: আতিকুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৬ ১ ফেব্রুয়ারি ২০২০  

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ  বিকাল ৪টায় শেষ হয়েছে। এবারে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়। তবে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। 
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে ঢাকা উত্তরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মন্তব্য করেছেন যে, দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া।

আতিকুল ইসলাম বলেন, “উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন যে সেখানে মানুষের ভোট দেয়ার হার কমে থাকে।”

পাশাপাশি শুক্রবারের পর শনিবারও ছুটির দিন পাওয়ায় ঢাকার বাসিন্দাদের অনেকেই ঢাকার বাইরে বেড়াতে গিয়েছেন বলে মন্তব্য করেন আতিকুল ইসলাম।

এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর  বিএনপির  অভিযোগগুলো তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন যে ইভিএমে ভোট দেয়া নিয়ে যেরকম অনিয়মের আশঙ্কা তারা করেছিলেন, তা প্রমাণিত হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ভোটগ্রহণকে কেন্দ্র করে হওয়া অনিয়ম নিয়ে বিএনপি প্রার্থীদের অভিযোগ আমলে নেয়নি কমিশন। ভোটাররা নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় কেন্দ্রে ভোট দিতে উপস্থিত হননি বলে অভিযোগ করেন।